যেটুকু জমেছে টান , সেই মানে টেনো
এক কণা বেশি হলে বিভ্রম জেনো ।
পেতেছো পাথরে শ্রম , নদী হবে বলে’
নাব্যতা ধরে রেখো উষর ছোবলে ।
প্রতি বাঁকে ঠোক্কর , শ্মশানের ধোঁয়া
প্রতি স্রোতে সৃষ্টির বৃষ্টির ছোঁয়া ।
ডুবু ডুবু সভ্যতা শুকতারা স্মৃতি
সূর্যের বীজে বীজে জাতক জ্যামিতি ।
উৎসের শোক নয় , উৎসের টান
ধরে রেখো টান টান প্রীতির সোপান ।
কখনো মরুর খিদে , কখনো আবাদ
ভালবাসা ক্লোরোফিল , সোহাগার স্বাদ ।