ভালবাসা মানে দুটি হৃদয়ের মনের আশা
শুধু ইন্দ্রিয় উপাসনায় হয় না তা খাসা
ভালবাসা অনুভবে বাঁধে অন্যমনে বাসা
হয় না দিনক্ষণ দেখে তার যাওয়া আসা।
দুটি তৃষ্ণার্ত হৃদয় মেটাতে চায় পিপাসা
তাই মন খোঁজে নিঃস্বার্থ ঠিকানার আশা
ভালবাসা যেখানে হয় শুধু স্বার্থ সহবাস
সেখানে ভালবাসা হয় নির্দয় ভাবে উপহাস।