আধুনিকতার সংজ্ঞা তো তোমার জীবন !
হে ভারতপথিক,তোমাকে প্রণাম ।
সতীদাহের জ্বলন্ত চিতা থেকে তুমি উদ্ধার করেছো
হিন্দু মেয়েদের।
এ যে বিদ্রোহ,ধর্মের ধ্বজাধারী দের কাছে তাই তো তুমি বিধর্মী॥
তবুও তোমার যুদ্ধ থেমে থাকে নি ।
সব প্রতিকূলতা র পাহাড় পেরিয়ে
নিয়ে এসেছো বিজয়……
”সতীদাহ প্রথা” রদ করার আইন ।
আজ একবিংশের নারী সমাজ তোমার কাছে কৃতজ্ঞ।
হে যুগপুরুষ…তোমার ওই আধুনিক মনন .কে
ছড়িয়ে দাও…….
জাগুক মানব, অজ্ঞানতার আঁধার যাক ঘুচে,,
আধুনিকতার আলোকে মানব মনন হোক উদ্ভাসিত!
তোমার দেখানো পথ অনুসরণ করে মুক্তমনা হোক সকলে….॥
ভারতের প্রথম আধুনিক মানুষ , ভারতপথিক
রাজা রামমোহন,তোমায় প্রণাম ॥