এবার কি তবে উজানের দিকে তরী নিয়ে
বাইতে বাইতে নির্বিঘ্নে দেব পাড়ি?
হয়তো কতটা সক্ষম অথবা কতটা অক্ষম- সেসব ধর্তব্যের মধ্যে না নিয়ে
কদম কদম বাড়ায়ে যায় লক্ষ্যের দিকে।
তবুও কখনো-সখনো নিশ্চিহ্ন হবার আগে
আমরা ফিরেও পেতে চাই নিশ্চিন্তের বাসস্থান,
সোজা শিরদাঁড়া, উচ্চ মস্তকে আমরাও
হেসে হেসে পায়ের নীচে মাটিকে কুর্ণিশ করে
সদানন্দ বিশ্বের মানুষ হতে ভালোবাসি।
এবার কি তবে জোয়ারের উচ্ছলতায়
আমরা কি উদ্বাহু নৃত্যে উঠব মেতে?
ভাবা অথবা না-ভাবার ফারাকটুকুই কি আমরা কখনো পারি না ঠেলতে দূরে?
অক্টোপাসের মতন দু বাহু জড়িয়ে
সাঁড়াশী আক্রমণে ব্যস্ত গেরিলারা!
তবুও সতকর্তার দৃঢ়তায় উপেক্ষা করে
সব যন্ত্রণা ভুলেও ভাবি, দুঃখরা আমাদের মাসি-পিসি।