সাথী হারা পাখি বসে ডালে
ফিরে ভাবে, পাবে কোনো কালে।
পথের ক্লান্তি ঘোচাতে সে বসে
প্রিয়ার কথা ভেবে থাকে রসে।
আসবে সুদিন মিলবে দোঁহে বনে
অপেক্ষায় মন খোঁজে প্রিয়া মনে।
দীর্ঘ পথের ক্লান্তিতে সে পিছে,
অবুঝ মনে ভাবনা ধরে মিছে।
আসবে প্রিয়া নতুন রূপে কাছে
খুনশুটি তে কাটাবো দিন পাছে।
ওগো প্রিয়া, রইবো চেয়ে আমি
আমার কাছে তুমি সবচেয়ে দামী।
ঘুরবো ফিরবো খেলায় মাতবো দোঁহে
চেয়ে থাকবো তোমার রূপের মোহে।
শিসের তানে উঠবে পৃথ্বী ভরে
আবার মোরা ফিরে যাবো ঘরে।