ভালোর মর্ম ভালোরাই বোঝে ,
দুষ্টের মন দুষ্টু খোঁজে ,
ডাস্টবিনেতে গরিব কাঁদে ,
ধনীর আকাঙ্ক্ষা ছোটে চাঁদে ।
কিপটে দাতা সে মেকী দাতাকর্ণ ,
সবজান্তার মগজে নেই স্বর-ব্যঞ্জনবর্ণ ,
মিষ্ট ভাষণের আড়ালে ঘোর অনাচারী ,
বিশুদ্ধতার মোড়কে যেন শুদ্ধ ব্রহ্মচারী ।
খন্ডে-খন্ডে এ জীবন দ্বি-খণ্ডিত ,
ঝরা পাতার শেষে যেন চির বসন্ত ,
ডুবু-ডুবু রবির নিভু-নিভু আলো ,
হিংসার বশে জাপটে ধরে কালো ।
খোলা চোখে আলোর আলো ঝিকমিক ,
বন্ধ চোখে আঁধারে অন্ধ চারিদিক ,
আলো-কালোর একসাথে হবে যেদিন দেখা ,
জীবন টানবে সেদিন অন্তিম রেখা ।