ভাদর মাসে রাঢ় বাংলায়
ভাদু উৎসব খাসা,
গ্ৰামে গ্ৰামে পালিত পালা
নাচ গান হয় ঠাসা।
দুঃখ বেদন নিয়ে গীতি
ভাদু গানের গাথা,
প্রাচীন আখ্যানে আঁকা কত
নির্মম মরম ব্যথা।
নীলমণি সিংদেও রাজার
কন্যা ভদ্রাবতী,
অতুল রূপ ও গুণের আধার
পরম সৌভাগ্যবতী।
বিবাহের পূর্বে মৃত্যু বরের
দস্যুদের হাতে হায়,
বরের চিতায় বিধবা ভাব নিয়ে
কন্যার আত্মাহুতি তায়।
বিষাদ বিহ্বল হয়ে রাজা
প্রচলন করেন ভাদু উৎসব,
ভাদ্র মাসে ভদ্রাবতী তরে
হয় গান আখ্যান গাথা সব।
বাঁকুড়া পুরুলিয়া বীরভূম জেলায়
ভাদু উৎসবে হয় মেলা,
আদিবাসী সকল মানুষ
নাচ উপাখ্যানে মাতে সারাবেলা।