আগমনী শুনতে কি পাও মেঘে মেঘে
নীলাকাশে হাসে,
পেঁজা তুলো রাশি রাশি আনে বার্তা
পদ্ম শিউলি কাশে।
দেবী মাতার চক্ষু আঁকে চিত্রকরে
তুলির আঁচড় টানে,
পুজোর বাদ্য টাক ডুমা ডুম বাজে দেখি
শারদ উৎসব মানে।
সবুজ পাতা বিছায় শয্যা দীঘির জলে
সরোজ মুখটি তুলে,
হলুদ বোটায় রঙ ধরেছে গাছের তলে
সাদা পাতায় ভুলে।
গানের আসর মহালয়া ভোরসকালে
বাজলো আলোর বেণু,
কাক ভোরেতে উঠলো সবাই শুনবে বলে
স্তোত্র পাঠের রেণু।
যাবে গঙ্গায় তর্পন লাগি দেবে তিলজল
এটাই হিন্দু রীতি,
দেবী পক্ষের আরাধনায় মন যে মাতে
মেনে নিয়ম নীতি।
মাগো এসো ত্রিভুবনে মঙ্গল করো
ধর্ম বর্ণ মেশে,
মিলবো মোরা মিলন মেলায় পুজোর নামে
ভাতৃচারা বেশে।