Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আমাদের মেইল করুন - banglasahitya10@gmail.com or, contact@banglasahitya.net অথবা সরাসরি আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভাঙ্গা মনের পুরাণ – ছলন || Manisha Palmal

ভাঙ্গা মনের পুরাণ – ছলন || Manisha Palmal

ভাঙ্গা মনের পুরাণ – ছলন

জঙ্গলমহলের লালমাটিয়া আদিম পরিবেশের সঙ্গে লোক দেবদেবীর আটনের বড়ো আন্ত রিক যোগাযোগ।প্রকৃতি পরিবেশে যেখানেই একটু বিস্ময়ের,রহস্যের,আতঙ্কের ছোঁয়া….. সেখানে ই লোকদেবতা তাঁর আসন টুকু পেতেছেন । তাঁকে ঘিরে রয়েছে প্রকৃতির অনাবিল পরিবেশ…..অক্ষোদিত শিলাখন্ড , মাটির বেদী, পোড়া মাটির কিছু মূর্তি বা ”ছলন ”……এই তার আরাধনা র মন্দির ও উপাচার ।
প্রতিটি লোক দেব দেবীর ”থানে ‘ ‘ বা আটনে হাতির মুর্তির আধিক্য॥এই জঙ্গলমহলে হাতির উপদ্রব সেই প্রাচীন কাল থেকেই চলছে! দলমা র দামাল রা প্রতি বছরই আসে…ঝাড়খন্ড থেকে পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা ……এই তাদের যাত্রাপথ।এই যাত্রা পথের দুপাশে যত লোকদেবতার আটন সবেই হাতিমুর্তির উপস্হিতি॥
কোন লোক দেবতাই আচ্ছাদনের নিচে আসন পাতেন নি ! ছাদ ঢাকা মন্দিরে তাঁদের অবস্হান ন ।গাছ তলায়, ডুঙ্গরি টিলা,টাড়ে …নদীর চরায় তাঁদের অবস্হান । প্রতিটি লোক দেব দেবীর পূজা পদ্ধতি লৌকিক ও ছলন বা ঢিল বেঁধে ”মানত” করার প্রথা॥হাতির মতই .ঘোড়া র ছলন ও দেখা
যায় । মানতের জন্য ঘোড়া র ছলন ই বাঁধা হয়।
ঘোড়া শক্তির প্রতীক । এই অঞ্চলে সম্পদশালী ব্যক্তি…রাজা বা জমিদার ছাড়া আর কারুর কাছে ঘোড়া থাকতো না ! তাই দুর্লভ বস্তুর প্রতি সহজ আকর্ষণ এবং কুমোরের চাকে সহজে বানানো যায়
তাই এই ঘোড় র ছলন এত প্রচলিত॥
মা সাঁতাই বুড়ি , দুয়ারসিনি বুড়ি , বাবা কালুয়া ষাঁড়,,মা সনকা ,কিংবা বাবা বাঁশিরায়জিউ ….সব জায়গাতেই ছলন বাঁধার রীতি॥
একই ভাবে এখান কার প্রাচীন দেব দেউল গুলি যেমন….রামেশ্বর শিব মন্দির , ,, মা সর্বমঙ্গলা মন্দির …কিংবা কর্ণ গড়ে র মা মহামায়া র দেউল সব জায়গাতেই মানত করার একই প্রথা….ঢিল বা
ছলন বাঁধা॥ মানুষএর আন্তরিক কামনা র বহিঃ প্রকাশ এগুলিই……..
নমি নমি চরনে …..॥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Powered by WordPress