অলস যারা কর্ম বিমুখ
কাজকে করে ভয়,
জীবন জুড়ে তারা কেবল
পরের কাঁধে রয়।
দুখটা পেলে ভাগ্যের উপর
দেয় চাপিয়ে দোষ,
চুন থেকে পান খসলে পরে
করে ওঠে ফোঁস।
কুঁড়ে মানুষ কাজ না করেই
সুখটা পেতে চায়,
আপন জনেই মুখ বেঁকিয়ে
বিদ্রুপ করে যায়।
কর্ম ছাড়া কারো কভু
পুরে নাকো আশ,
কর্মে যারা ভাগ্য গড়ে
সুখে করে বাস।
কর্মের ফলটা অতি মিষ্ট
বলেন জ্ঞানী জন,
অলসতা ছেড়ে সবাই
কর্মেতে দাও মন।