ভাইফোঁটার শুভসময় দিদির মুখস্থ,
সাতসকালে দিদি বাপেরবাড়িতে হৈ হৈ করে উপস্থিত,
বাড়ির বাবা মা ঠাকমা সকলের মুখে হাসি,
এত খাবারের আয়োজন তারপর দিদি না আসে!
মায়ের চিৎকার ওরে পূর্ণিমা ভাইকে ফোঁটা দিয়ে মুখে কিছু দে,
কাল যে পেটে ব্যথায় অস্হির ছিলিস–
ধূপ,প্রদীপ,জ্বালিয়ে একমাত্র ভায়ের ভাইফোঁটা,
যুগে যুগে আমি তোর মতো ভাই পাই-
এই ভাই বুঝলি তোর কপালে ফোঁটা দিলাম।
জানিস তোর সব প্রিয় খাবার মা বানিয়েছে
এই রসগোল্লার পায়েসটা তোর দিদির বানানো,
রসগোল্লাটা তোর ঐ দোকান থেকে কেনা
আমি কি মায়ের মতো রাঁধতে পারি বল ?
শ্বশুরবাড়িতে ভেবেছিলাম এবার তোকে ভাইফোঁটাটা দেব ,
এদিকে তুই তো কাউকে চিনিস না
মা বাবার মনটাও খারাপ হবে !!
জানিস শ্বশুরবাড়িতে সবাই জানে আমরা এক ভাই বোন,
কোন ছোটতে আড়ি করে আড়ালে গেলি
শোন ভাই ভাব ভাব ভাব।
ভায়ের কপালে দিলাম ফোঁটা….