কানায় কানায় ভরেছে ডোবা
নধর লতা উঠছে বেয়ে,
ঝিরঝিরিয়ে নামছে বারি
শীতল হাওয়ার পরশ পেয়ে।
ভাদ্র মাসের ইলশেগুড়ি
কেয়াফুলের বক্ষে ছায়,
ছাতিম তলায় রাখাল বালক
আপন মনে বাঁশি বাজায়।
দিগন্তেরি শ্যামলাকাশে
যায় বলাকা জল-সায়রে,
বিদ্যুতেরি আলোর ছটায়
চমক লাগে ভরা ভাদরে।
মেঘের চাদর সরিয়ে ক্ষণেক
অর্কজ্যোতি দেয় উঁকি,
স্ফটিক জলে তারি ছায়া
দে দোল দোলায় ঝিকিমিকি!
চষা মাটি বক্ষে নিয়ে
করছে চাষী কতো আদর,
আড়াল করে রাখছে তাদের
আকাশের ওই মেঘের চাদর!
চাষীর প্রেমে ভুঁই-প্রেয়সীর
মুখে ফোটে শ্যামল হাসি!
উদ্বেলিত চাষীর মনে
গুঞ্জতে থাকে আশার বাঁশি!
ভাদ্র মাসের প্রেমের লহর
মন যে হয় গীতশ্রী,
সুপ্ত প্রেমের জোয়ার ওঠে
মুচকে হাসে ভাদ্রশ্রী॥