কুঁড়ির ঘুম ভাঙাতে
সবুজ আলোর প্রোয়োজন
মাচিস বক্সের ঘন অন্ধকারে
ভীষন অসুখ
দেহ ছাড়িয়ে মনেও
জানালায়
আলো ছায়ার গল্প থাকেনা
ফোটেনা স্রোতের কবিতা
যুক্তিহীন এলোমেলো বোঝা গুলো
রঙ কেড়ে নেয় প্রজাপতির ডানার
এই ভাবে কুুঁকড়ে যাওয়া পাঁপড়ি
সকাল দেখাবে কি ভাবে
হাতের ভাজ গুলো সোজা হয়ে
দেবদারু হোক
কালো পুতুল ভেসে যাক অমাবস্যায়
বক্সের বুক খুলে মাঠের জন্ম হলে
দূর্বাঘাসে হামাগুড়ি দেবে নতুন হাসি
আশীর্বাদের আয়ু নিয়ে আনন্দ দীর্ঘজীবি