ভবিষ্যতের গান ওরা সব আমার ছাত্রছাত্রী
শেখাই পড়াই যত্ন করি,আলোর পথ যাত্রী।
আলো দেখাই নতুন দিনের,সাম্যের বুনিয়াদ
ভালোবাসি,প্রেম দিয়ে যাই ঈর্ষা ঘৃণা বাদ।
বাদ দিয়ে দাও স্বার্থ নিজের,স্বপ্নপূরণ করো
নিজেই এবার এগিয়ে চলো নিত্য দিনই পড়ো।
নিত্য সবাই স্কুলে এসো,আনন্দে খাও দাও
গুরুজনে শ্রদ্ধা করো জীবনের গান গাও।
গাইতে পারো ‘জন গণ মন’ কিংবা দেশের গান
প্রেম প্রীতি সেবা ভক্তি নিয়ে, দাও সবে সম্মান।
আগামীর দেশ তোমরা গড়বে, তরুণ যুবার দল
মানবিকতা থাকে যেন মনে বিবেকটা সম্বল ।
সম্বল হোক জ্ঞানের আলো মুক্তির পথে মন
যুক্তি দিয়েই খন্ডাতে হবে কাটাতেই হবে ভ্রম।
অনাথ যেন, কেউ না থাকে, বৃদ্ধাশ্রম নীল
যদিও শিকার অসহায়, তবু ছোঁ মারবে না চীল।
চিল থাকবে ঊর্ধ্ব গগনে, পৃথিবী তরুণ সবুজ
গাছটা কিন্তু লাগাতেই হবে, বুঝে নাও তুমি অবুঝ।
শিখে নাও তাই মন্ত্রটা আজ, আমরা ভারতবাসী
মুসলিম আর হিন্দু সবাই ‘ভাই ভাই’ ভালোবাসি।
আমরা ছাত্র-ছাত্রী
শিক্ষক-শিক্ষিকা আমাদের গুরুজন,
আমাদের অভয় দাত্রী,
আমরা ছাত্র-ছাত্রী।
একমনে লিখি পড়ি আর ছবি আঁকি
মাঠে খেলি দৌড়াই ,দেখি গাছে পাখি ।
গান গাই ভাত খাই স্কুলে ভারী মজা
দুষ্টুমি করলে মিলবেই সাজা ।
মা-বাবা ঠাকুমাকে কত ভালোবাসি
দাদা দিদি ভাই বোন প্রিয় মেসো মাসি ।
পিসি কাকা আর যত আছে প্রিয়জন
সকলের আদরেই ভরে থাকে মন।
পড়াশুনা ধ্যান জ্ঞান , মন দিয়ে পড়ি
ইসকুলে আসবই এ শপথ করি।
মানুষটা হতে হবে শিক্ষাই তাজ।
কাল যেটা করবো সেটা হোক আজ…