কষ্টগুলি অষ্টপ্রহর বুকের ভেতর ছটফটায়,
ভ্রষ্ট বলে হস্ত নেড়ে কাটা ঘায়ে নুন ছিটায়!
যতই করি চেষ্টা আমি তেষ্টা মেটায় কার সাধ্য,
অন্ধ হয়েও রন্ধ্র খুঁজে অতর্কিতে বাজায় বাদ্য।
দুষ্টু যারা পরের ভালোয় কভু তারা হয় না তুষ্ট,
ইষ্ট চিন্তা রয় না তাদের সদাই ভাবে হোক অনিষ্ট!
যত্র তত্র তারাই আবার ছদ্মবেশে রমরমায়,
ভগ্নদূতের মতো এরা মিথ্যে মুখে কুশল চায়।
ইচ্ছে করে স্পষ্ট কথায় এদের মুখোশ দেই ছিঁড়ে,
সবাই চিনুক নতুন করে নষ্ট মুখের ভণ্ডামিরে!