বৃষ্টিপ্রতিহত ফুল হাতে নিতে নেই, হাতে নিলে
বালক বয়স ঝরে পড়ে !
সড়কে তুমুল বৃষ্টি –-শতবর্ষ গাছগুলি দেশ দেশান্তর
মুড়ে রেখে দেয়
সাঙ্গ করো মেলা
জানি না কখন সব জানাজানি হয়ে যায়
ভূটান সীমায়
সাঙ্গ করো মেলা
হায়, ওই দেখা যায় পড়ে আছে ইতস্তত ভেজা বকুলের মতো
আমাদের দিন
পথিকবিহীন !
এই ভারি ঝড়জলে সীমান্তে প্রহরী নেই কোনো ।
এসো, যাও—চকিতে পালাও ।
বৃষ্টিপ্রতিহত ফুল ছুঁলে কেন আঙুলশিখরে
সকল বয়স ঝরে পড়ে !