আমাদের অজান্তেই
ভালোলাগাগুলো রঙ পাল্টায়
খোলস ছাড়ে
স্মৃতির নৌকা ক্লান্ত হলে
হলুদ হয়
কবির হাতে তখন শ্বেত পায়রার পালক
কাব্য রঙ করতে বসে
কবির বারেবারে জন্ম আর মৃত্যু –
এ এক তুমুল আনন্দের ক্ষন
তার মতো করে ক্ষনে ক্ষনে
জন্ম মৃত্যুর স্বাদ কেইবা পায়?
এভাবেই
মূর্তির পর্দার পেছনের
মাটির ভাঙা গড়ার গল্পগুলোও
আমাদের অজানা