কয়েকটা মাথা ব্যথা জড়ো হয়ে
একটা দৈত্যের আকার ধারণ করেছে
তার হাতের মুঠোয় বন্দী
একেকটা দিন একেকটা রাত
কি ভীষণ অসহায় লাগে নিজেকে
দরজা জানলাগুলো
ঘুমিয়ে গেছে কবেই
এখন চার দেওয়ালেরই উৎসব
চোখ ক্ষুধার্ত
অপুষ্টিতে ভুগছে মন
মিথ্যে কাব্য দিয়ে –
আমি মৃত্যু ঢাকবার নিখুঁত চেষ্টা করে চলেছি