এখনো রাতের আঁধার ছিঁড়ে ব্যথার
ভায়োলিন বাজে,
নিস্তব্ধ চরাচর ছুঁয়ে উঠে আসে,
মৌনতায় বিষাদ সুর!
প্রার্থনায় সজল চোখ…
টুপটাপ শিশিরের মতো কান্না,
খুঁজি তোমায় আটপৌরে নিবিড় ভাবনায়!
হয়তো তুমি নিঃশব্দ অনুভবে স্বপ্নিল মোহময়।
কোনো মধ্যরাতে বাঁধভাঙ্গা জ্যোৎস্না মেখে,
রাত জাগা পাখির চোখে খুঁজবো তোমায়।
আদুল উঠোন জুড়ে কবিতার শব্দ সাজে…
মূর্ত মানবীর মতই আঁধার ভাঙে ভোর!
অবগুণ্ঠিত দৃশ্যান্তর অথচ অপ্রতিরোধ্য
ধাবমান সময় ধরে…
বহু যুগ ওপারে শুধু চলে যাওয়া,
–পায়ে পায়ে বহুদূর!
অচেনার প্রান্ত ঘেঁষে বিধুর সব
তবুও তুমি চোখ ছুঁয়ে বিশদ-অলিক আশ্রয়,
শুধু রয়ে যাবে, লক্ষজনম-জনমের কান্নায়..।