তোমার উপরে রাগ করি সে কি অভিমান নাকি জানিনা,
পাগলের মতো ভালোবাসি তাই বলি-
দেখা না দেখার আলোছায়াগুলো মায়াবী যে হয়ে যায়,
ভালোবাসি তাই অভিমানে রাগ হয়।
অবাক পৃথিবী অবাক হয়েই ভাবি-
তুমি রেগে গেলে কোথায় যে মুখ লুকাই,
তোমার টুকরো হাসিটি দেখতে পেলে –
শুধু মন প্রাণ নয় পৃথিবীটা ভালো হয়।
ভালোবাসাটাও কামনা নাকি সে জানিনা-
চাঁদ মুখটাকে বড়ো ভালোবাসি প্রিয়,
পূর্ণিমা নয় চতুর্দশীর আলো –
ঝলমল করে মনের আকাশে প্রিয়।
কতোদিন হলো তোমাকে দেখিনা বলো-
আকাশের চাঁদ মেঘ ভেঙে দেখা দেয়,
আমার আকাশে অমাবস্যা ই ছিলো –
আমার পৃথিবী সব রাতই কালো হয়।
পৃথিবী আমারে চায় বলিনাকো আর-
বাহুডোর বলো কেউ কি খুলতে চায় ,
প্রিয়া যে আমার মহানদী হয়ে গেছে –
বুক ভরা ব্যথা অনুরাগ হয়ে বয়।
আরবার তুমি কাছে এসে দেখা দাও-
পৃথিবী আবারও জ্যোৎস্না সিক্ত হোক,
তুমি ছাড়া আর কিছু ভাবি নাকো প্রিয় –
ভালোবাসি তাই অপেক্ষাও প্রাণে সয়।।