হিম পরশে দুখ বরষে
অশ্রু চোখে ঝরে,
শতেক কথা যাপন দিনের
ব্যথায় মনটা ভরে।
শীতের শেষে মধুর হেসে
বসন্ত যে দ্বারে,
স্মৃতির দোরে টোকা পড়ে
কে যে কড়া নাড়ে!
কৃষ্ণচূড়া মনোলোভা
থোকা থোকা সাজে,
ধরাস করে বুকটা দেখে
ব্যথার বীণা বাজে।
আনতে তুলে যতন করে
দিতে গুঁজে চুলে,
ছলছলিয়ে ওঠে নয়ন
কেমনে যাই ভুলে?
তোমায় ছাড়া ধূসর জীবন
ছন্দহারা বুঝি,
ব্যথা ভরা স্মৃতির মাঝে
তোমাকেই যে খুঁজি।