বঁধুয়ার বিমল বদনে
বিম্বিত বিভাবসু ,
বিম্বাধরে বহ্নি বিজুরির ,
বিনোদ বেণীর বাহার ।
বিচিত্র বেনারসীতে
বঁধু বলিহারি !
বুকেতে বাসনার বাতি
বচনে বীণার বাদন ।
বাতাসে বকুলের বাস
বুঝি বসন্তের বারতা ,
ব্যাকুলি বেড়ে বাহু বন্ধন
বোঝেনা বারণ ।
বঁধুয়ার বিমল বদনে
বিম্বিত বিভাবসু ,
বিম্বাধরে বহ্নি বিজুরির ,
বিনোদ বেণীর বাহার ।
বিচিত্র বেনারসীতে
বঁধু বলিহারি !
বুকেতে বাসনার বাতি
বচনে বীণার বাদন ।
বাতাসে বকুলের বাস
বুঝি বসন্তের বারতা ,
ব্যাকুলি বেড়ে বাহু বন্ধন
বোঝেনা বারণ ।