আজ অনেক কিছু বলার ছিল বলা হলো না
দিগন্তরেখার ওপারে বর্ণ ধ্বনি ছায়া হয়ে নেমে গেল
চরাচরে এখন সন্ধ্যার কৃষ্ণবর্ণ আলো
রাতের আঁধারে হারিয়ে যায় পরিচিতি
আমরা আরও বোবা হয়ে যাই
তখন নিজের মুখোমুখি বসে নিতে পারি
দেখে নিতে পারি দর্পণের প্রতিবিম্ব।
কখনো ঝড় আসে বৈশাখের দামাল বাতাস
সব এলোমেলো, আকাশ বাতাস উড়ে যায়
অন্য কোনো দূর দূর দেশে কখনো বা সেইসব বাতাসে
আমাদের ধ্বনি বর্ণ আমরা ফিরে পাই মরমি সময়ে
আমাদের বুকের ভেতর শব্দ নামে ওঠে খেলা করে।
বৈশাখ আমাদের অতৃপ্ত আত্মাকে শান্তি দেয়।