আমি বেসরকারি কর্মচারী ।
তাই সত্তর বছরেও, যুবক থাকতে পারি ।
স্বল্প বেতনেই দিব্যি চলে যায় সংসার ।
হাসি মুখে সখ পরিহার ।
বারো মাস, সংযমে কেটে যায় দিন ।
আর যখন হই অর্থনৈতিক সমস্যার সম্মুখীন ,
তখন মনকে বোঝাই ।
সমস্যা নিয়েই তো জীবন রে ভাই ।
ঠিক কেটে যাবে সময়টা দুঃখের ।
মেঘ সরে গেলেই, দেখা মিলবে সূর্যের ।
মাসের শেষে স্বল্পাহারে পেটটা যায় ভরি ,
যখন থাকে না পকেটে কানাকড়ি ।
তবু আমি খুশি, মানষিক ভাবে ।
বাকিটা জীবনও, ঠিক কেটে যাবে ।
চললেই হল সাদামাটা জীবন ।
সংগ্রামী মন লড়ে যাব আমরন ।