বেলাশেষে গোধূলি সময়ে উড়িয়ে ধূলো ধেনুর দল,
ফেরে যখন কামরাঙা মেঘ দ্যুতি ছড়ায় গগন তল।
রাখাল বালক বাজিয়ে বেণু ফিরে পিছে ধেনুর সাথে,
বেলা শেষে ক্লান্ত শরীর শ্রমের রেখা বদনেতে।
সকাল হতেই জীবন শুরু ধেনু লয়ে চরায় মাঠে,
বেলা শেষে ঘরে ফেরা, দিন যে তার এভাবেই কাটে।
জীবনধারার গতিও সেরূপ আসে বার্ধক্য শেষ জীবনে,
জীবন পথে চলার বাঁকে কর্তব্যে জড়িয়ে থাকা বাঁধনে।
যৌবন প্রৌঢ়ত্ব পেরিয়ে শেষে বার্ধক্যতে অসহায় একা,
শরীর তখন ক্লান্ত অবসন্ন স্বজন সন্তানের পায় না দেখা।
প্রকৃতিরও দেখি একই রূপ বেলা শেষে বিভাস হারা,
বিহঙ্গের নেই কূজন স্তব্ধ তরুদল নির্জনতা ঘেরা।
তমসা ছায় দিকে দিকে প্রকৃতির তখন অবসর গমন,
নবারুণের উষা লগনে নব অঙ্কুরের এগিয়ে চলন।
জীব জগতের ধারাই এমন শাশ্বত নয় অবশেষে,
সৃষ্টির পরে কতনা উদ্বেল নিস্তেজ অসহায় বেলাশেষে।