সেদিন হঠাৎ আদিমতার ঠিকানা
ভেসে ওঠে চোখে, পৃথিবীময় ডানা মেলে
উড়িয়ে দিতে চায় গৃহবন্দী ইচ্ছেদের,
মায়া হরিণী হয়ে স্বপ্নেরা ছুটে যেতে চায়
নির্দ্বিধায় সকল ঝুঁকি উপেক্ষা করে,
সাজানো গোছানো রঙিন সংসারের
যাবতীয় কর্মকাণ্ডের শর্তাধীন মালিকানা ছেড়ে
সে উড়ে যেতে চায় সুদূর অনন্তে ,
মিশে যেতে চায় অসীমের নীলে মেঘবালিকা হয়ে,
হিমেল হাওয়ায় কেঁপে, নীলাকাশ ছুঁয়ে
সে হেঁটে চলে সুখ-স্বপ্নের রঙ দুহাতে ছড়িয়ে
বেলা – অবেলার রোদ্দুরে।