কাল ছিল রেখাগুলো জলবৎ পরিষ্কার
তার ভেতর নিরাশার ছিল না আকার।
ভ্রূণ থেকে প্রসব করে পাখির ডাক
নিসর্গের মহারূপে গড়ে যে অলির চাক।
পথে ঘাটে কেউ কেউ ভালো ছাতা পায়
নিমেষেই মুছে ফেলে সব পুরানো দায়।
মন্দ যত কৃমিরাই করে শত কোলাহল
ওরা বুঝি ব্যস্ত ভাবে খুব ছড়ায় গরল।
খরা নিয়ে দেশপাটে শুধুই যে হরিবোল
দিনে দিনে রাত-চুরি সাবধানীর ভোল।
সহজিয়া দৃশ্য ভেঙেচুরে বড় খানখান
মরা-বাঁচা নয় কিছু এ বিধাতার দান।