চাও বা না চাও
মনে মনে পরপর প্যাপিরাসে লিখে চলে মন ।
স্মৃতির শোষক চোখে ধুলো দিয়ে শুধু
জেগে থাকে অফুরন্ত আলাপের হিমশৈল পাতা ,
পাতার পাত্রে কিছু গূঢ় মনলিপি ।
পাঠোদ্ধার করতে করতেই
হিউয়েন সাং এর ঘোড়া ভেসে যায় জলে
আলেকজান্ডারের সাম্রাজ্য পিপাসার শব
শেষ চিকিৎসক নিয়ে যান কাঁধে
সমরেশে’র রামকিঙ্কর আঁকা শেষ হয় না ।
প্রতিটি অসমাপ্ত চুম্বনের মতো
মনে মনে আলাপন কিছু গূঢ় থেকে যায় ।