অবিন্যস্ত ভাবনারা সদ্যোজাত—
আবেগ আর সংলাপ এখনও ভ্রূণ দশায়!
তোমার দুচোখে টেমসের গভীরতা—
আমি তো সেই দ্বারকেশ্বরের মাঝি।
তোমার বর্ণময় উপস্থিতি সাদাকালো করে ফুটিয়ে তুলতে চেয়েছি,
রঙ দেবার অধিকার আমার নেই।
প্রতিটি মুহুর্তের দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায়।
সময়ের পদ সঞ্চালনের হিসাব কে রাখে?
অপেক্ষার প্রহররা অপেক্ষা করতে ভুলে গেছে।
নৈঃশব্দের ভিড়ে মিশে গেছি আমি!
ক্লান্ত মিছিল,অবসন্ন মন,কিন্তু বুভুক্ষু হৃদয়।
তৃষ্ণার্ত আশা মরীচিকার মায়াজালে আবদ্ধ।
মুখ আজ মূক।
তবুও ভালোলাগার মুহুর্তরা বেঁচে থাকে ফিনিক্স পাখির মতো।।