ডানা ঝাপটাতে ঝাপটাতে পাখিটা হঠাৎ করেই
কেমন শান্ত হয়ে গেছে।
নিঃস্তেজ হয়ে পড়েছে ও।
শরীরের সমস্ত শক্তি যেন জোর করে শুষে
বের করে নেওয়া হয়েছে।
কি অপরাধ ছিল ওর..!
ওর ও তো প্রাণ আছে, ঈশ্বর তো সবকিছু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে ওকে।
তবে আজ কেন এত লড়াই,এত দ্বন্দ্ব।
ও তো জানেই না কেন ওকে প্রতিনিয়ত কাঁটার চাবুকে ক্ষত বিক্ষত করা হচ্ছে !
কেন মরুভূমির নির্জন বালিয়াড়ির দুর্গম স্থানে ফেলে রাখা হয়েছে.!
এখানে একফোঁটা জলের প্রত্যাশা করা মুর্খামি ছাড়া আর কিছুই নয়
প্রচন্ড তৃষ্ণার্ত ও, পিপাসায় আড়ষ্ট জিভ,
শুধু ক্ষীণ দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে কিছু বলতে চাইছে ও।
ঠোঁট দুটো খুলে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে একটু একটু করে,
যেন ওর বাগযন্ত্র টা খুলে নেওয়া হয়েছে গলা থেকে !
হা ঈশ্বর ওকে মুক্তি দাও,ওর ডানার শক্তি পুনরুদ্ধার করার ইচ্ছাশক্তি প্রদান করো।
ও আর সকলের মতো প্রাণ ভরে বেঁচে থাকার স্বাদ চেখে দেখুক।