যা ছিলো অচেনা কাল , আজ হলো চেনা
পেরোলে আগামী কাল মনে হবে কেনা !
মেলালে মেলাতে পারি শত গোঁজামিল
তবুও মেটে না ক্ষুধা চাই সোনা বিল ।
প্রীতির পরাগে দুলি নাবালক কুঁড়ি
স্মৃতির সম্মতি পেলে হবো বট গুঁড়ি ।
শ্রমের ঘাটতি হলে বেড়ে যাবে দেনা
ইতিউতি কাঁচা ভুলে কতো দেবো হেনা !
তরশুর প্রিয় স্বাদ ভুলে যাই চলে
বেঁচে আছি , আফসোস বেঁচে আছে ব’লে !