মাঝ বিকেলের বৃষ্টি ধারায়
বৃষ্টিস্নাত ধরা,
সবুজ হলো প্রাণবন্ত
স্নিগ্ধতা ছায় চরা।
মন বলাকা সুখ আবেশে
মেললো খুশির ডানা,
রিমঝিমিঝিম বৃষ্টি সাথে
মেঘে দিলো হানা।
টিনের চালে টাপুর টুপুর
বৃষ্টি পড়ে ঝরে,
থপর্ থপর্ ব্যাঙের নাচন
ঘ্যাঙর ঘ্যাঙর স্বরে।
কলাপ তুলে নাচছে শিখী
বৃষ্টির তালে তালে,
পাখপাখালি উড়ছে ভিজে
কুসুম খেলে ডালে।