জল থৈ থৈ শহর আমার,
বর্ষা সাজায় ফুলের বাহার।
কাজল মেঘের স্বপ্ন হাতে ,
উছলে পরা সন্ধ্যা রাতে।
দুরন্ত মন নাচে উল্লাসে ,
সুর সকলই হাওয়ায় ভাসে।
ব্যাঙের ছাতা ছাতিম তলে,
প্রজাপতির ডানায় রামধনু খেলে।
প্রকৃতি সেজেছে কদমের ফুলে,
আমনের ঘ্রাণ লেগেছে ফসলে।
বর্ষা ছুঁয়েছে বালুর ঢিপি,
গভীর রাতে চুপি চুপি।
হাসির ঝিলিক মেঘের দেশে,
রিমঝিমঝিম বরষা হাসে।
কথার ছলে আমাকে ঘিরে,
করছে নৃত্য বৃত্তাকারে।
ছাদ বাগানে প্রাণোচ্ছ্বাসে,
ভিজবো কেবল জলোচ্ছ্বাসে।
কাজল দীঘি দুকুল ছাপিয়ে
স্রোতের টানে তরতরিয়ে।
পথে-প্রান্তরে পল্লীর অন্তরে,
অঝোর ধারায় আছড়ে পড়ে।
সাঁতার কাটে শিশুর দল,
আর্দ্র বসনে সিক্ত কপোল।
খেলছে মজায় বড্ড মায়াময়,
বৃষ্টিস্নাত দস্যিপনা লাগাম ছাড়ায়।