মাতে ভুবন শ্রাবণ ধারে বর্ষা গানে,
বন বনানী উছল হলো বৃষ্টি তানে।
কালো আকাশ জলদ ভাসে বৃষ্টি ঝরে
প্রেমিকা মন কবিতা ব ই সৃষ্টি করে।
নাচে ময়ূর পেখম তুলে বৃক্ষ তলে
কাতলা খেলে পুকুর ঘাটে কৃষ্ণ জলে।
রাখাল ভায়া বাজায় বাঁশি গোষ্ঠে গিয়ে
বেণুর রবে নাচতে থাকে পক্ষি টিয়ে।
নরেন দেখি বাজার চলে ছত্র নিয়ে
সাঁঝে সাথীর সহিত শুভ লগ্নে বিয়ে।
করুণ সুরে সানাই বাজে অস্ত রাগে
পাড়ার মোড়ে জটলা দেখে দৃষ্টি জাগে।