টাপুর টুপুর আষাঢ় দুপুর
বাইরে আমায় টানে,
উঠোন জলে ছলাৎ ছলে
বৃষ্টি ঝরার তানে।
খেয়ালী মন নাচলো তখন
বৃষ্টিধারা দেখে,
ইচ্ছে কুঁড়ি দেয় সুড়সুড়ি
খুশির ছোঁয়া মেখে।
স্বপ্ন সাধের ইচ্ছে গুলো
নানা রঙে ভরে,
নৌকো গড়ে ভাসাই জলে
খুশি উপচে পড়ে।
হাওয়ার তালে স্রোতের টানে
নৌকো দূর পানে,
ঝপাৎ ঝপাৎ জলেতে লাফ
মধুর বৃষ্টির গানে।
নৌকো আমার ভেসে ভেসে
যাবেকি অচিন দেশে,
কেউকি সেথা দেখতে পেয়ে
নেবে একটু হেসে?
ভাববে কিগো কে পাঠালো
অমনতরো নৌকো গড়ে!
স্বপ্ন দিয়ে ইচ্ছে তরী!
দেখতে ইচ্ছে করে।
অচিন দেশের বন্ধু আমার
নৌকো দেখতে পেলে ,
সোহাগ ভরে নেবে তুলে
খুশির মনটা মেলে।