বৃষ্টি বড় ব্যাকুল আশা
মাতাল নেশা সর্বনাশা
তবুও তাকে ছোঁয়ার আশায়
সময় বয়ে যায়….
একলা দুপুর শূন্যতা সে
বিষন্ন মন স্মৃতির পাশে
হাতড়ে কালো মেঘের আগল
কাব্য লিখে যায়…
বৃষ্টি বড় ব্যাকুল আশা
মাতাল নেশা সর্বনাশা
তবুও তাকে ছোঁয়ার আশায়
সময় বয়ে যায়….
একলা দুপুর শূন্যতা সে
বিষন্ন মন স্মৃতির পাশে
হাতড়ে কালো মেঘের আগল
কাব্য লিখে যায়…