নিদাঘ দহন রৌদ্র তাপে জ্বলছে ধরায় সবে,
অগ্নি গোলা বর্ষে নিতি রবির কিরণ ভবে।
রুদ্র রোষে ঢালছে আগুন শুকায় বৃক্ষ লতা,
অগ্নি তাপে ভুগছে পাখি মানুষ পশু যথা।
চাতক আঁখি আকাশ পানে জলের ছোঁয়া পেতে,
বৃষ্টি ধারা নেমে এলে উঠবে সবাই মেতে।
প্রখর খরায় নদী নালা শুষ্ক হচ্ছে যত,
জল না পেয়ে ছটফটিয়ে মরছে মাছে তত।
ক্রুদ্ধ তপন অগ্নি দাহে চৌচির জমি মাঠে,
চাষির বুকে হাহাকার ফসল গেলো পাটে।
আকুল তিয়াস মাথা কুটে বৃষ্টিধারার তরে,
বরণ দেবে আর্তি জানায় চোখে জলটা ভরে।