বৃষ্টি গ্রাম শহর জুড়ে
জল থৈথৈ আজ,
মায়ের কোলে মুখ লুকিয়ে শিশুর নতুন সাজ,
ভোরের বেলা মন মাতানো
নতুন ফুলের গন্ধ,
পাতায় পাতায় শাখায় শাখায়
লাগছে বুঝি ধন্দ!
জলপরীরা ভাসিয়ে ভেলা
সুরে সুরে হাঁকে,
নদী পুকুর ভরছে জলে
ইলিশ মাগুর ডাকে।
বৃষ্টি কারোর মনের ভেতর
কাজ হয়েছে বন্ধ,
নুন আনতে পান্তা ফুরোয়
বেঁচে থাকাই সন্দ!
বৃষ্টি তবু অঝোর ধারায়
ঝরছে নিজ ছন্দে,
বৃষ্টি ডাকে শৈশব স্মৃতি
ভিজব একই সঙ্গে!
বৃষ্টি ঝরে অঝোর ধারায়
ঝরে নিজ ছন্দে,
বৃষ্টি সাথে আসে শৈশব
ভিজব একই সঙ্গে ।