পিঁপড়ে চলে সারি বেঁধে
মুখে খাবার নিয়ে,
লালে কালোয় গায়ের রঙে
ঘাসের ডগা দিয়ে ।
রসগোল্লার রসে ডোবে
তুমি দেখতে পাবে,
ডেয়ো পিঁপড়ে বলে লোকে
তুলে ফেলে খাবে।
ঘরের ভিতর সারি দিয়ে
দেখবে যখন চলে,
মাতা কহে বৃষ্টি আসবে
পুরানে তাই বলে।
মাটি তুলে পিঁপড়ে ঢিবি
বানায় যত্ন করে,
হাজার হাজার পিঁপড়ে শ্রমিক
বৃষ্টি জলে মরে।