বৃষ্টি নামলেই পারাপারের রাস্তাগুলো চোখে ভাসে
বৃষ্টি জলের আশ্চর্য কুহক ঢেকে দেয় একে একে
চারপাশের আকাশ বাতাস, বিস্তৃত চরাচর
আর আমাদের এই উত্তরের মতো
বৃষ্টি প্রবণ বীজতলা ও ধান-রোয়া মাঠে
বৃষ্টির নিঃশ্বাসে প্রশ্বাসে
আশা ও আশ্বাসের সোনার ফসল ফলে
যে দানা ফসলে ফুটে উঠে আমাদের স্বপ্ন
আমাদের উজ্বল ভবিষ্যৎ
আর আমাদের পুনর্জন্ম
বৃষ্টি যাপনের অনিবার্য্যতা আমাদের ঋণী করে
অনন্ত স্মৃতি ও স্বপ্নের অজস্র ছায়াময়তার আড়ালে
মৌনমুখরতার পাশাপাশি ঝরা জলের ছন্দে
চারপাশের নিসর্গ জুড়ে বৃষ্টির আশ্চর্য্য কুহকের মুগ্ধতা
অথবা বুকের নদীর জলের তীব্র উচ্ছ্বাসের শব্দ
আমি এভাবেই লিখে রেখে যেতে চাই
লিখে রেখে যেতে চাই বৃষ্টির গলা ছেড়ে
গেয়ে ওঠা গানের স্বরলিপি আজীবন ।