ঠক ঠক কাঁপছে মোদের নন্দদুলাল বাবু,
হাড় কাঁপানি শীতের চোটে হয়েছে বেটা কাবু l
খ্যাক খ্যাক আর হট হট হট সারাদিনের কাম,
বকা-ঝকায় কাটেছে যে দিন,নেই মুখে রাম নাম l
খিটখিটে আর কিপ্টেমিতে বাবুর জুড়ি মেলা ভার,
জীবন তার অতিষ্ট হয় যদি কেউ নিয়েছে ধার l
এক বাতাসায় ছয় ঠাকুরকে প্রসাদ বিলি করে,
একটু টাকা খসলে পরেই বুড়ো মরে মনের জ্বরে l
হাড় কিপটে মিনসে বুড়ো নন্দদুলাল রায়,
সুযোগ পেলেই লোকের খালি ঘাড় মটকে খায় l
গাড়ি বাড়ি সম্পত্তির হিসেব রাখেন একা,
অন্য কেউ ভাগ বসালে বুড়ো দেয় যে বিড়ির ছেঁকা l
কপাল দোষে আমি হলাম বুড়োর একমাত্র নাতি,
বুড়োর কান্ড-কীর্তি দেখে দেখে সারাটা দিনই মাতি l