বুদ্ধিজীবী বুদ্ধিজীবী
টাকা তুমি খাও?
শিরদাাঁড়া কি বিকাও!
প্রতিবাদ করে পথে
মোটা টাকা গোছাও।
স্বার্থ যদি না থাকে
তবে দেখা না দাও;
ঘরের কোণে বসে থেকে
মুখটা কেন লুকাও।
জনগনকে ভুল বোঝাতে
জুড়ি মেলা ভার,
তাইতো আজ ঘরে ঘরে
শোন হাহাকার।
তোমরা খাও মাছ মাংস
জনগনের টাকায়:
বুদ্ধি তোমার খুব ভালো
কাঁঠাল ভাঙো মাথায়।
তোমাদের নেই তো লাজ
পদলেহন করো!!
তাইতো সবার প্রতিক্রিয়ায়
মুখটা বিকৃত করো।
আর কতকাল করবে বলো
শিরদাঁড়ার অসম্মান ;
পারবো না হতে কোনদিনই
শিরদাঁড়াহীন বেইমান।।