জীবন যুদ্ধে পরাজিতা
মাতঙ্গিনী মাতা,
স্বামী সন্তান গগন তারা
আছে নুলো ভ্রাতা।
পেট চালাতে রাস্তার ধারে
বসে গয়া নিয়ে ,
বিক্রি হলে ভ্রাতার সাথে
খাবে বাড়ি গিয়ে ।
সকাল থেকে বেশ কয়েকটি
বিক্রি হলো গয়া,
বুড়ি বলে মঙ্গলবারটা
তার কাছে বেশ পয়া।
সব পেয়ারা বিক্রি করে
বুড়ি বাজার যাবে
ভাই বোনেতে মজা করে
অনেক খাবার খাবে।