বাঁশি উদাস,
সুরে বাজে না,বেসুরেও
ঝরে বুকুল বেলা
নাচে বিদায় আলো
শরৎ,বসন্তের মাঠ পেরিয়ে গেছে শরীর
কানে বাজে বেদনবীথি
পড়ে থাকে চুপ
বনের ছায়ায় করুণ হাওয়া
কাছে,দুরে কেউ নেই
এ বৈশাখে
হাতে আছে তার রোদের বীণা
বাঁশি উদাস,
সুরে বাজে না,বেসুরেও
ঝরে বুকুল বেলা
নাচে বিদায় আলো
শরৎ,বসন্তের মাঠ পেরিয়ে গেছে শরীর
কানে বাজে বেদনবীথি
পড়ে থাকে চুপ
বনের ছায়ায় করুণ হাওয়া
কাছে,দুরে কেউ নেই
এ বৈশাখে
হাতে আছে তার রোদের বীণা