যেন-তেন-প্রকারেণ
ফাঁক গলে অগ্রে শুধুই গমন!
কার কিবা সাধ্যি আছে
সাধের ভেতর আগুন জ্বালানো।
দাবানলের ঘেরাটোপে পড়ে থাকে
সংজ্ঞাহীন মনের ফসিল,
মসনদ ছেড়ে রাজা এখন
যান না দূর বনবাসে,
খরাতেও থ হই বিষ্মিত কর্ণিয়ায়
টইটম্বুর পুকুর নদী খাল-বিল।
যত্রতত্র বিপরীত মেরুতে বসে
এতকাল চলেছে জ্ঞান হারানো!
কার কত লাভ বঙ্কিমপথে
উলুবনে শুধু মুক্তো ছড়ানো?