বিষাদের আগমণী
বাজল পুজোর ঘন্টা, প্রতি বারের মত কুমারটুলিতে রথযাত্রার দিনে কাঠামো পুজোর পর প্রতিমা তৈরী শুরু হল। মহেন্দ্র পাল এখন প্রবীণ শিল্পীদের মধ্যে অন্যতম। বিয়ের পরে অণু প্রতিবারের মত এবারও এসেছে দাদুকে সাহায্য করতে। সকালে পুজোর পর মহেন্দ্রর জ্বর এল, কাছেই পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখিয়ে ঔষধের ব্যবস্থা করল অণু। পরের দিন ভোরে দাদু হঠাৎই প্রচণ্ড ঘামতে শুরু করল। ডাক্তার বাবু এসে তড়িঘড়ি ইঞ্জেকশন দিলেন, কিন্তু কয়েকটি হেঁচকির পর সমস্ত ঢেউ শান্ত করে ঈশ্বরের বুকে বিলীন হল মহেন্দ্র পাল। মায়ের আগমনীর সুর এক অকাল বিষাদের ধুণ হয়ে বেজে উঠল কুমারটুলীর আকাশে বাতাসে।