স্থলে-জলে-অন্তরীক্ষে
সর্বত্র-ই দূষণের হলাহল!
ভিতরে-বাইরে, মানুষে মানুষে,
কী এক অবিশ্বাস !
আজ আর কেউ কাউকে
নিশ্চিন্তে বিশ্বাস করতে পারিনে!
বিশ্বাসে শুধু নয়,নিঃশ্বাসে-প্রশ্বাসে
বিষ ঢুকে গেছে!
যাকে বিশ্বাস করি, সেই ঠকায়!
যাকে ভালোবাসি, সেই কাঁদায়!
হাজার মীরজাফরে
ছেয়ে গেছে দেশ!
বিষিয়ে দিয়েছে বিশ্বাস,
হত্যা করেছে আমার ভালোবাসা!
আচ্ছে দিনের স্বপ্নে বিভোর হয়ে
আমার জননী জন্মভূমি-কে তুলে
দিয়েছিলাম!,
সেই বিশ্বাসকেহত্যা করেছে কে ?
আমার হতভাগিনী মা আজ
নিলামে বিক্রি হচ্ছে!
মা কাঁদছেন, মায়ের চোখে জল!
আমরা কোটি কোটি অপদার্থ
সন্তানেরা আজ নীরব দর্শক!
প্রতিবাদ ভুলে গেছি,সাহস হয়েছে পঙ্গু,
ভীরুতা বেঁধেছে বাসা ভঙ্গুর হৃদয়ে!