বিশ্বজোড়া আসন তোমার তুমি কবিগুরু,
জীবনবোধের শিক্ষা মোদের তোমার থেকেই শুরু।
তোমার লেখা সহজপাঠে শৈশবে হাতেখড়ি,
গীত কবিতা উপন্যাসে নিত্য তোমায় স্মরি।
সাহিত্যের স্বর্ণরথে করলে বিশ্বভ্রমণ,
গীতাঞ্জলি কাব্যগ্রন্থে পেলে নোবেল রতন।
বিশ্বভুবন মাঝে মহান তুমি বিশ্বকবি,
ভারতভূমের গৌরবোজ্জ্বল দীপ্ত আলোক রবি।
জন্ম তোমার জোড়াসাঁকোয় পঁচিশে বৈশাখ,
খুশির আবহ ঠাকুর বাড়িতে বাজে মুহুঃ শাঁখ।
উদয় দিগন্তে রাজে সবিতার হাসি,
জন্মদিনে জানাই তোমায় শ্রদ্ধা প্রণাম রাশি।