বিলাসী উপন্যাস বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। উপন্যাসটি শুরু হয় এইভাবে :
পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করতে যাই। আমি এক নই – দশ বারোজন। যাহাদেরই বাটী পল্লীগ্রামে, তাহাদের শতকরা আশি জনকে এমনি করিয়া বিদ্যালাভ করিতে হয়। ইহাতে লাভের অংকে শেষ পর্যন্ত শুন্য না পড়িলেও, যাহা পড়ে তাহার হিসাব করিবার পক্ষে এই কয়টা কথা চিন্তা করিয়া দেখিলেই যথেষ্ট হইবে যে, যে ছেলেদের সকাল আটটার মধ্যে বাহির হইয়া যাতায়াতে চার ক্রোশ পথ ভাঙ্গিতে হয় – চার মাইল মনে আট ক্রোশ নই, ঢের বেশি – বর্ষার দিনে মাথার উপর জল ও পায়ের নিচে এক হাঁটু কাদা এবং গ্রীষ্মের দিনে জলের বদলে করা সূর্য এবং কাদের বদলে ধুলার সাগর সাঁতার দিয়া স্কুলে ঘর করিতে হয়, সে দুর্ভাগা বালকদের মা সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি, তাহাদের যন্ত্রনা দেখিয়া কোথায় যে তিনি মুখ লুকাইবেন, ভাবিয়া পান না। পরের অংশটি পড়ার জন্যে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : বিলাসী পিডিএফ (Bilashi PDF)
লেখক (Author) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sharatchandra Chattopadhyay)
জনার্স (Genres): উপন্যাস (Novel)
Total pages: 64
PDF Size: 3.5 Mb