মিলনের সাধ জেগেছিল মনে
আসেনি কানু বনে,
বাজেনি বাঁশরী গেলো কি পাশরী
রাধা দহন সনে।
কদমের শাখে বাঁশি নাহি ডাকে
আন্ দিনের মত,
মিঠে রাধা বুলি গেলো বুঝি ভুলি
বুকে জ্বালা যে কত!
উচাটনে রাধা ঠেলে সব বাঁধা
যমুনা পারে চলে,
কানু যেগো হায় দেখিতে না পায়
দু’ চোখ ভাসে জলে।
আন্ দিন বাঁশি মিঠে সুরে ভাসি
রাধারে শুধু ডাকে,
আজ তবে কেন ছলনায় হেন
লুকালো আড়ে ফাঁকে।
প্রেমের সাগর রসিক নাগর
আর দিওনা জ্বালা,
বিরহ দহন যায়না সহন
পরাণ ফালা ফালা।